শনিবার ৯ ডিসেম্বর ২০২৩ - ০৯:১৬
আয়াতুল্লাহ আল-উযমা শেখ ইয়াকুবি

হাওজা / হযরত ফাতিমা যাহরা (আঃসাঃ)-এর শাহাদত প্রসঙ্গে ইরাকে বসবাসরত মহান আয়াতুল্লাহ আল-উযমা শেখ ইয়াকুবির বক্তব্য।

রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হযরত ফাতিমা যাহরা (আঃসাঃ)-এর শাহাদত প্রসঙ্গে ইরাকে বসবাসরত মহান আয়াতুল্লাহ আল-উযমা শেখ ইয়াকুবির বক্তব্য।

হাউযা ইলমিয়া নাজাফুল আশরাফের মহান মারজা হযরত আয়াতুল্লাহ আল-উযমা শেখ ইয়াকুবি হযরত ফাতিমা যাহরা (সাঃআঃ)-এর শোক দিবসের সাথে সম্পর্কিত মানব সমাজে নারীদের ভূমিকার প্রতি ইঙ্গিত করে তাদেরকে একটি ধার্মিক মানব সমাজ গঠনের উংস মনে করেন। তিনি সূরা হাদীদের ৪ নম্বর আয়াতের তেলাওয়াত করে বলেন, “যে ব্যক্তি তার জীবনের সর্বক্ষেত্রে সর্বশক্তিমান আল্লাহকে দেখতে পান তিনি একজন ধার্মিক বান্দা হতে পারেন এবং তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে তার অসুবিধাগুলি সহজ-সরল করতে পারেন।

হযরত ফাতিমা যাহরা (সাঃআঃ)-এর জীবনের বিভিন্ন দিক বর্ণনা করতে গিয়ে এই মহান মারজা তাক্বলীদ বলেন, হযরত ফাতিমা যাহরা (সাঃআঃ) উম্মাহর কাছে এই সত্যটি বোঝাতে চেয়েছেন যে, একজন নারী যখন ধার্মিক হবে, তখন তার সন্তানরাও ধার্মিক হবে। আর যখন সন্তান ধার্মিক হবে তখন গোটা সমাজ ভালো ও ধার্মিক হয়ে উঠতে পারে।

হযরত আয়াতুল্লাহ আল-উযমা শেখ ইয়াকুবি ফিলিস্তিনে শিশু ও নারীদের শহীদ হওয়ার জন্য দুঃখ ও শোক প্রকাশ করে নিরীহ মানুষদের উপরে বোমা হামলার নিন্দা করেছেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha